শিরােনামে লেখা হয়েছে এর একমাত্র উদ্দেশ্য হলাে মুসলিম ব্যবসায়ী ভায়েরা যেন অবৈধ ব্যবসা হতে নিজেকে রক্ষা করতে পারে এবং তাঁর আয় উপার্জন হালাল করতে সচেষ্ট হয় যাতে আল্লহ পাক তাঁর এই হালাল রুজির মাধ্যমে তাকে ইহকাল ও পরকালে সৌভাগ্যমন্ডিত করেন। সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, এতে কোন সন্দেহ নাই যে, ক্রয়-বিক্রয় একটি স্বীকৃত বৈধ পন্থা। যেরূপ, আল্লহ পাক সার্বিকভাবে শরীয়ত সম্মত বৈধ পন্থায় জীবিকা অন্বেষণের আদেশ দিয়েছেন তদ্রপ বিশেষভাবে ব্যবসা তথা ক্রয়-বিক্রয় করেও জীবিকা অর্জনের তাকিদ দিয়েছেন।
“ আল্লহ্ পাক ব্যবসা হালাল করেছেন এবং সূদ হারাম (অবৈধ) করেছেন।”(সূরা বাকারা : ২৭৫।]
يا أيها الذين آمنوا إذا نودي للصلواة الجمعة فاسعوا إلي
ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت
الصلوا فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله
كثيرا لعلكم تفلحون
মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তােমরা আল্লহর স্মরণের পানে তাড়াতাড়ি কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তােমাদের জন্যে উত্তম যদি তােমরা বুঝ। অতঃপর নামায সমাপ্ত হলে তােমরা পৃথিবীতে
ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লহকে অধিক স্মরণ কর, যাতে তােমরা সফলকাম হও।
[ সূরা জুমআ ৬২ঃ ৯-১০।]
আল্লাহ পাক রব্দুল আলামীন পবিত্র কুরআনে সূরা নূরের ৩৬-৩৭নং আয়াতে ঐ সমস্ত বান্দাদের প্রশংসা করেছেন যারা ব্যবসা করার মাধ্যমে নিজেদের রিক অন্বেষণ করার এবং ইবাদতের মাঝে অপূর্ব সমন্বয় সাধন করে চলে।
عن ذكر الله في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها رجال لا تلهيهم تجارة ولا بيع
بالغدو والآصال . وإقام الصلوة و إيتاء الزكوة تاون يوما تتقلب فيه القوب والأبصاره
আল্লহ সে সব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলিতে তাঁর নাম উচ্চারণ করার অনুমতি দিয়েছেন,
সেখানে সকাল সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।
এ সমস্ত ব্যক্তিগণ যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে না
এবং নামায কায়েম যাকাত প্রদান করা থেকেও বিরত থাকেন না
বরং তারা ভয় করে সেই দিনকে (কেয়ামত) যেদিন অন্তর ও দৃষ্টি সমূহ উল্টে যাবে।
উপরোক্ত আয়াতদ্বয়ে একথাই আলােচিত হয়েছে যে, মুসলমানদের এরূপ নীতি হওয়া উচিত যে,
তারা ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে জীবিকা নির্বাহ করবে
কিন্তু যখন নামায এবং অন্যান্য ইবাদতের সময় উপস্থিত হবে তখন ক্রয়-বিক্রয় হতে বিরত থাকবে
এবং নামাযের দিকে ধাবিত হবে। আল্লহ পাক সূরা আনকাবুতের ১৭নং আয়াতে ইবাদত
করার সাথে সাথে রিযকের সন্ধান করার আদেশ দিয়েছেন।
فاتوا عند الله الرزق واعبدوه واشكروا له اليه ترجعون ه
তােমরা আল্লাহর নিকট রিযক অন্বেষণ কর, তার ইবাদত কর ও তার প্রতি কৃতজ্ঞ হও। নিশ্চয় জানিও যে, তার নিকট প্রত্যাবর্তন করতে হবে। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা শরীয়ত সমর্থিত। এতে মানুষের ব্যক্তিগত ও সামাজিক প্রভূত উপকাৱিতা রয়েছে। ক্রয়-বিক্রয় নিজ নিজ ক্ষেত্রে প্রশংসনীয় এবং শরীয়ত সমর্থিত যতক্ষণ পর্যন্ত না তা দ্বারা ইবাদতে ক্ষতি হয় অথবা মসজিদে জামাতের সাথে নামায আদায়ে বিলম্ব ঘটায়। মহানবী (সা) এর বাণী।
التاجر الصندوق الأمسين مع النبيين والصدقين والشهداء
والصالحين –